বকশীগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে যুবদের ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জিএম ফাতিউল হাফিজ বাবু : জামালপুরের বকশীগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদের ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার ১৪ জানুয়ারি উপজেলা সরকারি গণগ্রন্থাগারে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা। কর্মশালায় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ, উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক, পিআইও মো.হাবীবুর রহমান সুমন, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় ৪ টি গ্রুপের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতষ্ঠানের শিক্ষার্থীরা নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের ভাবনা উপস্থাপন করেন। দেশকে এগিয়ে নিতে তরুনরা তাদের চিন্তা চেতনার প্রতিফলন ঘটান বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে। কর্মশলা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।