বকশীগঞ্জ প্রতিনিধি ; জামালপুরের বকশীগঞ্জে বাবুল চিশতি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে জুট মিলের মূল্যবান যন্ত্রাংশ ও মালামাল ট্রাকে করে পাচারের সময় তিনটি ট্রাক জব্দ করেছে সেনা বাহিনী ও থানা পুলিশ। এসময় ট্রাকের তিন চালক ও চালকের তিন সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। গত শনিবার ১০ আগস্ট দিবাগত রাত ১ টার দিকে পৌর এলাকার বাবুল চিশতির জুট মিলে এঘটনা ঘটে। জানা গেছে, ওই রাতে বকশীগঞ্জ জুট মিলের গেইট খুলে তিনটি ট্রাক প্রবেশ করে। এঘটনা জানাজানি হলে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে বকশীগঞ্জ থানা পুলিশ দায়িত্বরত সেনা বাহিনীর বকশীগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে জুট মিলে হানা দিয়ে যন্ত্রাংশ বোঝাইকৃত তিনটি ট্রাক জব্দ করেন। এসময় জিজ্ঞাসাবাদের জন্য তিন চালক ও তাদের তিন সহকারীকে আটক করেন। ট্রাক গুলো মালামাল নিয়ে ফরিদপুর জেলার মধুখালী জুট মিলে নেওয়ার কথা ছিল। বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, গতরাতে সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেনা বাহিনীর সহযোগিতায় জুট মিলের ভেতরে বোঝাইকৃত তিনটি ট্রাক জব্দ করা হয়। এব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে ২০১৮ সালের ১০ এপ্রিল জুট মিলের মালিক মাহবুবুল হক বাবুল চিশতি দুদুকের মামলায় জেলে থাকায় পর এই সুযোগে স্থানীয় একটি চক্র বাবুল চিশতির জুট মিলের প্রায় শত কোটি টাকার যন্ত্রাংশ ও মালামাল পাচার করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। বার বার লুটপাটের ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কোন ধরণের ব্যবস্থা নেওয়া হয়নি। কারা এই লুটপাটের পেছনে দায়ী তাদের চিহ্নিত করে অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও জুট মিলের সাবেক কর্মচারীরা।
Related Posts
বকশীগঞ্জে কর্মকর্তাদের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- AJ Desk
- October 24, 2024
জিএম ফাতিউল হাফিজ বাবু : জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সার্বিক উন্নয়ন কার্যক্রম ও […]
মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- AJ Desk
- October 12, 2024
মাদারগঞ্জ সংবাদদাতা : জামালপুরের মাদারগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা […]
বকশীগঞ্জে ছেলের দায়ের কোপে মা খুন, ঘাতক ছেলে আটক
- AJ Desk
- April 1, 2024
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ছেলের দায়ের কোপে রাবেয়া বেগম (৫৫) নামে এক মা খুন […]