Friday, May 3, 2024
Homeআইটিব্যবহারকারীদের নিরাপত্তায় নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

ব্যবহারকারীদের নিরাপত্তায় নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

নতুন নতুন ফিচার নিয়ে সবসময় এগিয়ে থাকে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতেই এবার নতুন ফিচার যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপে।

মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ জনপ্রিয়তায় সব মেসেজিং অ্যাপকে ছাড়িয়ে শীর্ষে রয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আপনার ছবি থেকে স্টিকার বানিয়ে কারা ব্যবহার করতে পারবেন, তা আপনিই সিদ্ধান্ত নিতে পারবেন। অর্থাৎ যে কেউ চাইলেই আর আপনার ছবিকে স্টিকারে পরিণত করতে পারবে না। 

জানা গেছে, প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েডের বেটা ভার্সানে পরীক্ষামূলক ভাবে এই ফিচার চালু হয়েছে। যেখানে আপনার সবুজ সংকেত ছাড়া আপনার ছবি দিয়ে স্টিকার বানানো যাবে না। এর ফলে ব্যবহারকারীদের নিরাপত্তা সুরক্ষিত থাকবে বলে দাবি মেটার।

শিগগিরই হোয়াটসঅ্যাপের কিবোর্ডে ইউনিকোড ১৫.১ ইমোজি যুক্ত হতে চলেছে। ফলে আরও নতুন নতুন ইমোজি ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। চ্যাটিং আরও মজাদার হয়ে উঠবে বলেও আশা করছে মেটার।

তবে কবে থেকে এই ইমোজিগুলো অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন তা এখনও স্পষ্ট করা হয়নি।

সম্প্রতি মেটা জানিয়েছিল, শিগগিরই হোয়াটসঅ্যাপ থেকে টেলিগ্রাম কিংবা সিগন্যালের মতো মেসেজিং অ্যাপগুলোতেও মেসেজ পাঠানো যাবে। বলতে গেলে, প্রতিযোগিতার বাজারে নানা উপায়ে নিজেদের সাম্রাজ্য বিস্তার করতে চাইছে হোয়াটসঅ্যাপ।

Most Popular

Recent Comments