Friday, May 17, 2024
Homeজামালপুরমাদারগঞ্জে এবার ৩০ মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গোৎসব

মাদারগঞ্জে এবার ৩০ মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গোৎসব

মাদারগঞ্জ সংবাদদাতা : জামালপুরের মাদারগঞ্জে এবার ৩০ মণ্ডপে অনুষ্ঠিত হবে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সারদীয় দুর্গোৎসব। আগামী শুক্রবার ২০ অক্টোবর ষষ্ঠীবিহিত পূজার মধ্যদিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে। তাই সকল মণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। বুধবার ( ১৮ অক্টোবর) দুপুরে শহরের ঝালোপাড়া শ্রী শ্রী দূর্গা মন্দিরে গিয়ে দেখা যায়,প্রতিমার সকল প্রস্তুতি প্রায় শেষ। পাশের জেলা শেরপুর থেকে আগত প্রতিমা শিল্পী চন্দন মালাকার শেষ মুহুর্তের কাজগুলো সেরে নিচ্ছেন। এবার তিনি ৪টি মণ্ডপের প্রতিমা তৈরির কাজ হাতে নিয়েছেন। ঘোষপাড়া শ্রী শ্রী গোবিন্দ মন্দির মণ্ডপে গিয়ে একই চিত্র দেখা যায়। কথা হয় সেই মণ্ডপে প্রতিমার সাজসজ্জাতে ব্যস্ত তরুণ প্রতিমা শিল্পী পুলক চন্দ বর্মণের সাথে। তিনি পড়াশুনার পাশাপাশি প্রতিমা তৈরির কাজ করেন। জামালপুর আশেক মাহমুদ কলেজের অনার্স ফাইনাল বর্ষের ছাত্র তিনি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা বলেন,এবার আমাদের মাদারগঞ্জে ৩০ টি মণ্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। মাদারগঞ্জ একটি সাম্প্রদায়িক সম্প্রীতিময় উপজেলা। প্রতিবারের ন্যায় আমরা সকলের সহযোগিতায় সুষ্ঠু সুন্দরভাবে আমাদের সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গোৎসব শেষ করতে পারবো। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক বলেন,প্রতিবারের ন্যায় আমরা সকল মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দিবো। এছাড়াও আমি প্রতিদিন নিয়মিত টহল দিচ্ছি। আমরা যেন নির্বিঘ্নে দূূগাপূজা শেষ করতে পারি সে জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
পঞ্জিকা অনুযায়ী, আগামী শুক্রবার ২০ অক্টোবর দুর্গা দেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ এবং ষষ্ঠিবিহিত পূজা, পরদিন শনিবার মহা সপ্তমীবিহিত পূজা, রবিবার মহা অষ্টমীবিহিত পূজা, সোমবার মহা নবমীবিহিত পূজা এবং মঙ্গলবার দশমীবিহিত পূজা সমাপন ও প্রতিমা বিসর্জন হবে।

Most Popular

Recent Comments