মেলান্দহে কবি মনিরুজ্জামান বাদলের পুস্তক পর্যালোচনা

নিজস্ব সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে কবি ও কথাসাহিত্যিক মনিরুজ্জামান বাদলের গ্রন্থ জলছাপ, রক্ত করবী, খোলা চিঠি এবং সাহিত্যপত্র ব্রহ্মপুত্রের পর্যালোচনা সভা ৪ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয়। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি ও সৈকত সাহিত্য সংসদ যৌথভাবে এর আয়োজন করে। ইউনিটির সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন-প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজী। উদ্ধোধনী বক্তব্য রাখেন-কবি ও পর্বতারোহী ডা. ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল বাবু। প্রধান আলোচক ছিলেন-সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার কবি মিজানুর রহমান বিপ্লব সরকার। মূল প্রবন্ধ পাঠ করেন-কবি আরিফুল ইসলাম লাবলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-স্বরকলার সাধারণ সম্পাদক একেএম জাকিরুল হক মিন্টু, কবি মনিরুজ্জামান বাদল, শহিদ সমর থিয়েটারের সভাপতি-ভোরের কাগজের প্রবীন সাংবাদিক রেজাউল করিম লেবু, দেওলাবাড়ি প্রবাহের সম্পাদক কবি হাবিবুর রহমান, আদ্রা আ: মান্নান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি ও গীতিকার ফরহাদ হোসেন, সংবাদ সারাবেলার প্রতিনিধি আলমগীর আহম্মেদ শাহজাহান, ইউনিটির সহসভাপতি-খবরপত্রের সাংবাদিক ফজলুল করিম এবং শব্দঘর সভাপতি কবি পারভেজ মোশাররফ প্রমুখ। সভায় কবি মনিরুজ্জামান বাদলকে সম্মাননা স্মারক এবং উত্তরীয় প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়। উল্লেখ্য, কবি মনিরুজ্জামান বাদল জগন্নাথ বিশ^বিদ্যালয়ের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। ঢাকা সিটি কর্পোরেশনের আওতায় বারিধারা সোসাইটিতে কর্মরত থেকে লেখালেখিতে অভ্যস্ত। এ যাবৎ বাদলের ২০টি বইয়ের মধ্যে ১৫টি বই প্রকাশিত হয়েছে। এ ছাড়াও সাহিত্যপত্র ব্রহ্মপুত্রের সম্পাদক-প্রকাশক। তার গ্রামের বাড়ি গোবিন্দীতে একটি গ্রামীন পাঠাগারের প্রতিষ্ঠাতা ও জমিদাতা।