Thursday, May 9, 2024
Homeজামালপুরমেলান্দহে দক্ষতা উন্নয়ন (গাভী পালন)নিবিড় প্রশিক্ষন কোর্সের সমাপনী

মেলান্দহে দক্ষতা উন্নয়ন (গাভী পালন)নিবিড় প্রশিক্ষন কোর্সের সমাপনী

আব্দুল হাই : জামালপুরের মেলান্দহে দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় গরুর খামারিদের নিয়ে (২১- ২৪ দিন) ৪ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন (গাভী পালন) নিবিড় প্রশিক্ষন কোর্স অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিস আয়োজনে গত বৃহস্পতিবার ২১ মার্চ সকাল ১০টায় উপজেলার মির্জা আজম অডিটোরিয়াম (২য় তলা) হল রুমে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত (গাভী পালন) নিবিড় প্রশিক্ষন কোর্স উদ্বোধন করেন-উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা হক। ২৪ মার্চ রবিবার বিকাল ৪ টায় প্রশিক্ষনের সমাপ্তি হয়। সমাপনী দিনে উপস্থিত ছিলেন- প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মদ, দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প। সমবায় অধিদপ্তরের সম্মানিত সাবেক অতিরিক্ত নিবন্ধক আসাদুজ্জামান, ড. মোহাম্মদ মহি উদ্দিন, প্রফেসর ও নেটওয়ার্ক কোঅর্ডিনেটর, ইন্টিগ্রেটেড ডেইরি রিসার্চ নেটওয়ার্ক, পশু পুষ্টি বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, নবীরুল ইসলাম, যুগ্ম নিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয়, ময়মনসিংহ, আব্দুল হান্নান, জেলা সমবায় অফিসার জামালপুর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ আতিকুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। এ প্রশিক্ষণ কার্যক্রমের কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন উপজেলা সমবায় অফিসার ও উপজেলা স্থানীয় সমন্বয়কারী হাবিবুল্যাহ।
উল্লেখ্য যে, মেলান্দহ উপজেলায় উক্ত প্রকল্পের আওতায় ১০০ জন দুগ্ধ চাষীদের অংশগ্রহণে ফুলকোচা দুগ্ধ সমবায় সমিতি ও কলাবাধা দুগ্ধ সমবায় সমিতি নামে দুটি দুগ্ধ সমবায় সমিতি গঠন করা হয়েছে। এর মধ্যে ৪০জন নারী চাষী রয়েছেন। এ প্রকল্পের মাধ্যমে দুধের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে, নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। সর্বোপরি সবার আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। প্রকল্প পরিচালক তোফায়েল আহমেদ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আতিকুর রহমান আতিক,সাবেক অতিরিক্ত পরিচালক আসাদুজ্জামান। এসময় প্রশিক্ষন অংশ গ্রহণকারী দুগ্ধ খামারীগণ উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments