Thursday, May 2, 2024
Homeজামালপুরমেলান্দহ নাপিতের খালের ব্রিজ না থাকায় জন দুর্ভোগ

মেলান্দহ নাপিতের খালের ব্রিজ না থাকায় জন দুর্ভোগ

মেলান্দহ সংবাদাদতা : জামালপুর জেলার মেলান্দহ উপজেলার লৌহজং নদীর নাপিতের খাল পারাপারের জন্য ব্রিজ না থাকায় মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্রিজ নির্মিত হলে থুরি-টনকিপাড়া এবং বালুআটা শেখ বাজারের সাথে সংযোগ সৃষ্টি করবে। এতে তেঘরিয়া, বালুআটা, থুরী-টনকিপাড়া, মালঞ্চ, আলাইপাড়, আদ্রা, গুজামানিকা, ঢালুয়াবাড়ি, হাজরাবাড়ি, কুচিয়ামারা, নাওঘাটাসহ আশপাশের ১২/১৩টি গ্রামের প্রায় ১০ সহ¯্রাধিক মানুষের দুর্ভোগ লাগব হবে। বছরে ২/৩ মাস এই খাল শুকনো থাকে। বাকি দিনগুলো মানুষকে দুর্ভোগে পড়তে হয়। বার্ষাকালে বালুআটা হাই স্কুল, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, মালঞ্চ হাই স্কুল, প্রাইমারি স্কুল, মহিলা মাদ্রাসা, বয়েজ মাদ্রাসা, হাজরাবাড়ি হাই স্কুল, কলেজ, প্রাইমারি, ঢালুয়াবাড়ি প্রাইমারি স্কুল, মাদ্রাসা, আদ্রা হাই স্কুল, প্রাইমারি স্কুল, থুরি প্রাইমারি স্কুলসহ প্রায় ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়ে অনন্তত: ৩/৪ কি.মি. কিংবা তারও বেশি পথ ঘুরে। কৃষিপণ্য কেনা-বেচা করতে মানুষকে আরো দুর্ভোগে পড়তে হয়। মুমূর্ষু রোগির দ্রুত চিকিৎসা সেবা পেতে কোন অ্যাম্বুলেন্স কিংবা যানবাহনও চলাচল করতে পারে না। ক্ষেত্র বিশেষ তাৎক্ষণিক ডাক্তারও যেতে পারে না। রোগিকে চৌকিতে তুলে কিংবা অন্য উপায়ে লৌহজং পাড়ি দিতে হয়। রুস্তম আলী (৬৫) জানান-একসময় লৌহজং দিয়ে বাণিজ্যিক নৌকা যাতায়াত করতো। কালের বিবর্তনে লৌহজং এখন মরাখালে পরিণত হয়েছে। বর্তমানে লৌহজংয়ের সাথে নাপিতের খালের সংযোগ স্থল এটি। একমাত্র ব্রিজ না থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহলও থাকে না। ফলে প্রায়ই চুরি সংঘঠিত হচ্ছে। গত সপ্তাহে ৪/৫টি ঘরে চেতনানাশক ওষুধ ছিটিয়ে সর্ব্বস্ব চুরি করেছে দুর্বৃত্তরা। বিয়ে সাদির ক্ষেত্রেও একটি অজুহাত দেখানো হয়। শফিকুল ইসলাম (৩৫) জানান-শেখ বাড়ির জাহাঙ্গীর আলম মানুষের পারাপারের জন্য একটি ডিঙ্গি নৌকা দিয়ে ছিলেন। বর্তমানে ১০/১২ বছর যাবৎ স্থানীয়ভাবে বাঁশের সাঁকু দিয়ে চলাচল করছি। আদ্রা ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার রমজান আলী জানান-ইউনিয়ন পরিষদের সমন্বয় সভায় জনদুর্ভোগের বিষয়টি প্রায়ই তুলে ধরেছি। এলজিইডির বরাদ্দ ছাড়া ব্রিজ নির্মাণ অসম্ভব। এ ব্যাপারে মেলান্দহ উপজেলা প্রকৌশলী সুবাশীষ রায় জানান-ব্রিজ নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

Most Popular

Recent Comments