Friday, May 3, 2024
Homeজামালপুরযথাযোগ্য মর্যাদায় সনাক জামালপুর উদ্যাপন করলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

যথাযোগ্য মর্যাদায় সনাক জামালপুর উদ্যাপন করলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

নিজস্ব সংবাদদাতা : “দুর্জয় তারুন্য দুর্নীতি রুখবেই” এই স্লোগানকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারনেশনাল বাংলাদেশ (টিআইবি)Ñএর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং এর সহসংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) ও একটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) জামালপুর উদ্যাপন করলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ২৬ মার্চ সকাল ৭:৩০টায় সনাক সভাপতি অজয় কুমার পাল-এর নেতৃত্বে জামালপুরের দয়াময়ী মোড় সংলগ্ন কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এই সময় মুক্তিযুদ্ধের চেতনা ও আতœত্যাগ থেকে শিক্ষা নিয়ে দুর্নীতিবিরোধী সমাজ গড়ার অঙ্গীকার পুনরায় ব্যাক্ত করেন অংশগ্রহনকারীরা। সনাক সভাপতি অজয় কুমার পাল বলেন, যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা রক্ষা করার জন্য তরুনদের ভূমিকা পালন করতে হবে এবং মনের মধ্যে ধারণ করতে হবে দুর্নীতিবিরোধী চেতনা। স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পনের সময় উপস্থিত ছিলেন সনাক, ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ, টিআইবি প্রতিনিধি প্রমূখ। উল্লেখ্য, সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে।

Most Popular

Recent Comments