Saturday, April 27, 2024
Homeদেশজুড়েরায়পুরার বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযান

রায়পুরার বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনা করার লক্ষ্যে নরসিংদীতে অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পারিচালনা করা হয়।

নরসিংদীর আরডিসি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে রায়পুরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজ, লে. কর্নেল গোলাম রাব্বানী ও অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরীসহ পুলিশ, বিজিবি, র‌্যাব এবং ব্যাটালিয়ান আনসারসহ শতাধিক আইনশৃংখলা বাহিনীর সদস্য এতে অংশগ্রহণ করে।

এসময় উপজেলার নিলক্ষা ইউনিয়নের সবদর আলী খান হাই স্কুল, গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবুল হাসেম উচ্চ বিদ্যালয় ও বীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার ভোটকেন্দ্র পরিদর্শন করেন কর্মকর্তারা। এসব স্থানে মোট ৪টি ভোট কেন্দ্র হবে বলে জানান পরিদর্শন টিম। এখন পর্যন্ত এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তারা।

তন্ময় সাহা/এমএএস

Most Popular

Recent Comments