Saturday, May 18, 2024
Homeজাতীয়রোজার প্রথম দিন কেমন থাকবে আবহাওয়া

রোজার প্রথম দিন কেমন থাকবে আবহাওয়া

শুরু হয়েছে পবিত্র রমজান মাস। মঙ্গলবার (১২ মার্চ) চলছে রোজার প্রথম দিন। আজ সারাদিন কেমন থাকবে সে বিষয়ে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সকালে দেওয়া বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

ঢাকায় উত্তর উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ .মি. গতিতে বাতাস প্রবাহিত হচ্ছে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৬ মিনিটে। বুধবার (১৩ মার্চ) ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৯ মিনিটে।

Most Popular

Recent Comments