Sunday, May 12, 2024
Homeদেশজুড়েজেলার খবরলালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেন বিকল, আড়াই ঘণ্টা পর স্বাভাবিক

লালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেন বিকল, আড়াই ঘণ্টা পর স্বাভাবিক

লালমনিরহাটে পার্বতীপুর থেকে আসা কমিউটার একটি লোকাল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে রেল যোগাযোগ বিঘ্নিত হয়। প্রায় আড়াই ঘণ্টা পর এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

রোববার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় কালীগঞ্জের ভোটমারী স্টেশনের কাছেই ভাঙ্গা ব্রিজে ট্রেনটির ইঞ্জিন বিকল হলে এই পথে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে লালমনিরহাট থেকে একটি বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটি সচল করা হয়। পরে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

তুষভান্ডার স্টেশন মাস্টার জামান মাহমুদ আপেল বলেন, সকালে পার্বতীপুর থেকে আসা একটি ৬৫নং কমিউটার একটি ট্রেন ভোটমারী স্টেশনের কাছে ভাঙ্গা ব্রিজে বিকল হয়ে পড়ে। লালমনিরহাট স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন পাঠিয়ে ওই ট্রেনটি সকাল সাড়ে ১১টার দিকে উদ্ধার করা হয়। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Most Popular

Recent Comments