শাক বিক্রি করেই চলছে বিধবা অবিরনের সংসার

এম.এ রফিক : রাস্তার পাশ থেকে অথবা খোলা মাঠ থেকে শাক তুলে এনে বিক্রি করে সংসার চালিয়ে আসছেন বিধবা অবিরন। তার বাড়ী শেরপুর জেলার বলাইরচর ইউনিয়নের আমের চর গ্রামে। বৃদ্ধা অবিরনের সাথে কথা হলে বলেন স্বামী মারা গিয়েছে প্রায় ২৬ বছর হলো। রয়েছে এক ছেলে ও এক মেয়ে। অভাবের তারনায় প্রতিদিন তাকে শাক সংগ্রহ করতে হয়। কখনো খেয়ে না খেয়ে সেই শাক দিয়েই চলে সংসার। রমজানের রোজাগুলো করছেন সেহরীতে শাক ভাত দিয়েই। বাজারে জিনিসের মূল্য অনেক থাকায় কখনো সম্ভব হয়নি মাংসা কেনার। শাক বিক্রি করে যে আয় হয় তা দিয়ে শুধুমাত্র চাউল কেনা যায়। মাঝে মধ্যে ডাউল ও আলু কিনে সেহরী ও ইফতার করে আসছি। এই জীবন যুদ্ধে সরকারের সহায়তা কামনা করেছে অসহায় এই বৃদ্ধা।