Saturday, May 4, 2024
Homeজামালপুরশাহবাজপুরে জমি বিক্রি করে প্রতারণা

শাহবাজপুরে জমি বিক্রি করে প্রতারণা

নিজস্ব প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বাজার সংলগ্ন এলাকায় ২০১১ইং সালে ২০ শতাংশ জমি বিক্রি করেন নুরুল ইসলাম, একরামুল হক তালুকদার, আক্তারুজ্জামান, ছাত্তার, শাহজাদি, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর ও হুমায়ুন। জমি ক্রয় করে নেন একই গ্রামের জরিনা বেগম। যার বিআরএস ১৫৩০, পর্চা-৩৫৮৬, ৩০ শতাংশের কাতে ১০ এবং একই কাতে আরো ১০ শতাংশ মোট ২০ শতাংশ জমি। অথচ ৩৬৮১ নং দাগের জমি ক্রয় করে ৩৫৮৬ এই দাগের জমি দখল করে আছেন চান্দু শেখ। যার উত্তরে গ্রহিতা জরিনা, পূর্বে-গ্রহিতা জরিনা, দক্ষিনে-বিল্লাল, পশ্চিমে-আপেল। কিন্তু দীর্ঘ একযুগ চলে গেলেও জমি বুঝিয়ে দেননি ক্রয়কৃত জরিনা বেগমকে বিক্রেতারা। এই নিয়ে আদালতে বিচারের জন্য জরিনা বেগম মামলা করলে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত ১ম, যার মোকদ্দমা নং-১০/২০২২ মূল মোকদ্দমা নং-৩৫/২০২১ মামলায় আদালত জরিনা বেগমের পক্ষে ডিক্রি জারী করেন। কিন্তু প্রভাবশালী জমি বিক্রেতারা আদালতের সে নির্দেশ না মেনে তারা উল্টো উক্ত জমি থেকে সরে যাওয়ার জন্য জরিনা বেগমকে বিভিন্ন ভাবে হুমকী দিয়ে আসছে। এ বিষয়ে জরিনা বেগম বলেন, আমি একজন অসহায় নারী। আমার স্বামী পঙ্গু। আমার সংসার চালানোর জন্য বাজারে ছোট একটি চায়ের দোকান করি আমি। বর্তমানে আমি যেন বাড়ী থেকে বের হতে না পারি সেই জন্য আমার বাড়ীর রাস্তা বন্ধ করে রেখেছে চান্দু শেখ গং। অথচ একযুগ আগে আমি জমিটি ক্রয় করে বসবাস করে আসছি। শুধুমাত্র স্থানীয় প্রভাব খাটিয়ে তারা আমার পরিবারের সাথে প্রতিনিয়ত অন্যায় অত্যাচার করে আসছে। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments