Monday, May 20, 2024
Homeশিক্ষাশেকৃবির হল থেকে মাদকসহ আটক ৫

শেকৃবির হল থেকে মাদকসহ আটক ৫

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) চার বহিরাগতসহ এক সাবেক শিক্ষার্থীকে মাদকসহ আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম এবং হল প্রশাসন। 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব সিরাজউদ্দৌলা হলের ছাদ এবং হলগেট থেকে মাদকসহ তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন— রায়হান হুসাইন, আতিকুর রহমান, আমিরুল ইসলাম শান্ত, শামীম আহম্মেদ এবং শুভ। এদের মধ্যে রায়হান ও শান্ত উভয়ই খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শামীম ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, আতিকুর রহমান স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিএসই ডিপার্টমেন্টের শিক্ষার্থী এবং শুভ শেকৃবি থেকে ড্রপআউট হওয়া শিক্ষার্থী। 

জানা যায়, নবাব সিরাজউদ্দৌলা হলের এ ব্লকের ৩১১ নম্বর রুমে সোমবার রাতে এসে উঠেন আতিকুর রহমান। বাকি তিনজন বহিরাগত হলে এসে ভিন্ন রুমে ছিলেন। বিকালে রায়হান, শুভ, শামীম ও শান্ত মিলে হলের ছাদে মাদক সেবনের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল প্রশাসনের হাতে আটক হন। অন্যদিকে আতিকুর রহমানকে মাদকসহ হল গেট থেকে আটক করা হয়। পরে তাদের ৫ জনকেই পুলিশের হাতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে নবাব সিরাজউদ্দৌলা হলের প্রভোস্ট প্রফেসর ড. শেখ মোহাম্মদ মাসুম বলেন, আমি আসলে লজ্জিত। 

বিশ্ববিদ্যালয়ে মাদক নিয়ে আটকের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. হারুন-উর-রশিদ বলেন, আমরা মাদকের বিষয়ে জিরো টলারেন্স। যারা মাদক বহন করবে, মাদক খাবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করবে, তাদের ক্ষেত্রে আমরা শক্ত অবস্থানে। কোনোক্রমেই তাদের ছাড় দেওয়া হবে না।

Most Popular

Recent Comments