শ্রীবরদী সংবাদদাতা : শ্রীবরদীতে শেরপুরের শ্রীবরদীতে একটি তক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। উপজেলার কুরুয়া বাজার থেকে গত বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাচারের একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছার লক্ষ্মীখোলা গ্রামের আক্তার হোসেনের ছেলে ফরহার (৫০) ও নান্দাইল উপজেলার দিলালপুর গ্রামের আবদুল হামিদ চুন্নুর ছেলে পারভেজ (৩৫)। গত বৃহস্পতিবার রাতে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদীর নেতৃত্বে উপজেলার কুরুয়া বাজারের কুরুয়া উচ্চবিদ্যালয়ের সামনে অভিযান চালানো হয়। এ সময় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন থেকে তারা জেলার বিভিন্ন স্থানে তক্ষক ক্রয়-বিক্রয় এবং সরবরাহ করে আসছিলেন।
শ্রীবরদীতে তক্ষকসহ ২জন গ্রেপ্তার
