Thursday, May 2, 2024
Homeজামালপুরজামালপুরে শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জামালপুরে শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

এম.এফ.এ মাকাম : জামালপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দিন ক্রিয়া পরিবদ্ধদের বার্ষিক্রিয়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় জামালপুর সদর উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ নভেম্বর সকালে জেলা ক্রীড়া অফিস জামালপুরের আয়োজনে সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান,ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার হালিমা খাতুন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সানোয়ার হোসেন, সুইট বাংলাদেশ জামালপুরের সাধারণ সম্পাদক অজয় কুমার পাল, সুইট বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালযের প্রধান শিক্ষক সীমা রানী, জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার, জামালপুর টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলে এলাহী মাকামসহ আরো অনেকে।
এ সময় বক্তারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমাজের বোঝা না মনে করে তাদের বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করানোর মাধ্যমে দেশের সম্পদে পরিণত করে তাদের খেলাধুলার মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশকে উঁচু স্থানে নিয়ে যাওয়ার বিষয়ে আলোকপাত করে। পরে ১২ টি ইভেন্টে ১০০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

Most Popular

Recent Comments