Wednesday, May 8, 2024
Homeজামালপুরসানন্দবাড়ীতে নানা আয়োজনে রাজধানী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সানন্দবাড়ীতে নানা আয়োজনে রাজধানী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রশীদুল আলম শিকদার : দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে নানা আয়োজনে রাজধানী টিভির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। সানন্দবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বহুল প্রদর্শিত রাজধানী টিভির ২য় তম বর্ষপূর্তি এবং ৩য় বর্ষে পদার্পণ পালিত হয়েছে। এ উপলক্ষে ২৭ নভেম্বর সকাল ১১ টায় সানন্দবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। সানন্দবাড়ী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক আজকের জামালপুর পত্রিকার সানন্দবাড়ি প্রতিনিধি মো. আমিনুল ইসলাম আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগ চরআমখাওয়া ইউনিয়ন শাখার সহ- সভাপতি ও সানন্দবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নাজিম উদ্দীন। রাজধানী টিভি’র দেওয়ানগঞ্জ কি করেন প্রতিনিধি ও সানন্দবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রশীদুল আলম শিকদার এর সঞ্চালনা ও স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক রেজাউল করিম লাভলু, সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের (ডিএসবি) আব্দুর রাকিব খান, দৈনিক খবর পত্রের দেওয়ানগঞ্জ প্রতিনিধি ও অথেনটিক সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মোস্তাইন বিল্লাহ, সানন্দবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রুবেল, দৈনিক দুর্জয় বাংলার দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি হারুন অর রশিদ, দৈনিক সারেজমিন পত্রিকার দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি ফরহাত রেজা প্রমূখ। সভায় বক্তারা বলেন, রাজধানী টিভি একঝাঁক তরুণ ও প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ে এগিয়ে যাচ্ছে। রাজধানী টিভি সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ এবং সমাজের নানা অন্যায়, অসঙ্গতি, অনিয়ম-দুর্নীতির পাশাপাশি উন্নয়ন ও সফলতার খবর প্রকাশ করে আসছে। সারাদেশের সবকটি আইপি টিভির মধ্যে মধ্যে এই টিভি দ্রুত সময়ে পাঠকের মনে জায়গা করে নিয়েছে। তারা আরও বলেন, রাজধানী টিভির সম্পাদক তার নেতৃত্বে টিভিটি আরও এগিয়ে যাবে বলে বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন। আলোচনা শেষে অতিথিরা এ টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে একটি র‌্যালি প্রেসক্লাবের সামনের সড়ক প্রদক্ষিণ করে।
নালিতাবাড়ীতে কৃষকের মাঝে সার ও বীজধান বিতরণ
নালিতাবাড়ী সংবাদদাতা
প্রনোদনা কর্মসুচীর আওতায় রবি মৌসুমে বোরো (উফসী) ধানের আবাদ বৃদ্ধি করার লক্ষে শেরপুরের নালিতাবাড়ীর ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজধান বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্তরে এসব সার ও বীজধান বিতরণ উদ্বোধন করা হয়। এই বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিছিল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আনোয়ার হোসেন ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফারুক আহসান প্রমুখ। এতে উপজেলার ৪ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকের মাঝে পর্যায়ক্রমে প্রতিজন কৃষককে ৫ কেজি করে উফসী বীজধান, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হবে।

Most Popular

Recent Comments