Sunday, May 5, 2024
Homeজাতীয়হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌবাহিনী

হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌবাহিনী

রাজধানীর হাতিরপুলের রাজ কমপ্লেক্স নামের ৬ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয়েছে নৌবাহিনীর দুটি অগ্নিনির্বাপণ ইউনিট।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৭টা ৫০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নৌবাহিনীর অগ্নিনির্বাপণ টিমের লিডিং ফায়ারম্যান মোহাইমিনুল ইসলাম।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণ করতে নৌবাহিনীর ২টি অগ্নিনির্বাপণ টিম যুক্ত হয়েছে। তারা ভেতরে কাজ করে যাচ্ছেন। ওয়াটার টেন্ডার, ওয়াটার ফোম টেন্ডারসহ মোট ১০ জন সদস্য এখানে কাজ করছেন।

তিনি আরও জানান, আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু প্রচুর ধোঁয়া বের হচ্ছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি যেন আগুন না বাড়ে।

এদিকে আগুনের খবরে ঘটনাস্থলে উৎসুক জনতা ও দোকান মালিক-কর্মচারীরা ভিড় করছেন। শেষ খবর পাওয়া অনুযায়ী— আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

Most Popular

Recent Comments