Monday, May 6, 2024
Homeজামালপুর৯৯৯ লাইনে কল দিয়ে মেলান্দহে স্বামী বাড়ি থেকে স্ত্রী উদ্ধার

৯৯৯ লাইনে কল দিয়ে মেলান্দহে স্বামী বাড়ি থেকে স্ত্রী উদ্ধার

আব্দুল হাই : জামালপুরে মেলান্দহে মাহমুদপুর ইউনিয়নে আগপয়লা ঠেংগে গ্রামে বাদশা মোল্লা ছেলে হাসমত আলী নিকট ইসলামপুর উপজেলার দক্ষিণ চিনাডুলি সুলতান শেখের মেয়ে আছিয়া আক্তার দিতি ইসলামী শরীয়া মোতাবেক ২০১৯ সালের ২৬ আগস্ট বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তান আসে। তার পর থেকেই হাসমত আলী ও বাবা-মা দিতির বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা জন্য বিভিন্ন দাবিতে নানা ধরনের শারীরিক নির্যাতন করে আসছে। নির্যাতন শেষ পর্যায়ে সু-বিচার পেতে স্ত্রী দিতি ২০১৮ সনের যৌতুক নিরোধ আইনের ৩ ধারা বিজ্ঞ মামলা আমলে নেওয়ার আদালতে মেলান্দহ জামালপুর কোর্টে একটি মামলা দায়ের করেছেন সি আর মো: নং ৭১(১) ২০২৪। মামলা আদালতে চলমান অবস্থায় স্বামী হাসমত আলী আদালতে মাননীয় জজজের নিকট স্ত্রী দিতি নেয়া দাবি জানালে স্ত্রী দিতির শর্ত সাপেক্ষে মুচলেকা দিয়ে স্বামী হাতে তুলে দেয়।আদালতে থেকে শর্ত সাপেক্ষে দিতি স্বামী বাড়ি চলে গেলে পুনরায় স্বামী শশুর-শাশুড়ী যৌতুক জন্য আবারও নির্যাতন চালাইতে থাকে।এমতাবস্থায় ১ এপ্রিল সোমবার সকালে স্বামী শশুর শাশুড়ি মিলে যৌথ ভাবে নির্মম নির্যাতন করে মাটিতে দিতিকে ফেলে রাখে। দিতির বাবার বাড়িতে খবর গেলে তার মা ও জেঠাতো বোন দেখতে আসে এবং নির্যাতিত দিতিকে বাড়িতে নিয়ে যেতে চাইলে তারা দিতে অশিকার করে। এদিকে দিতি নির্যাতন যন্ত্রণায় ছটফট/ কান্নাকাটি করছে কিন্তু পাষন্ড স্বামী পরিবারের মন গলছে না। অবস্থার বেগতিক দেখে ৯৯৯ কল করলে মেলান্দহ থানা অফিসার রাজু আহমেদ এর নির্দেশে মাহমুদপুর ফাড়ি থানা ইনচার্জ এস আই দেলোয়ার হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে নির্যাতিত ভিকটিম দিতিকে উদ্ধার করে মায়ের হাতে তুলে দেয়। বর্তমানে দিতি ইসলামপুর সরকারের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

Most Popular

Recent Comments