নালিতাবাড়ী সংবাদদাতা : শেরপরের নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির প্রথম বাররে মতো ৮ ও ৯ ফ্রেব্রুয়ারী/২৪, বৃহষ্পতবিার ও শুক্রবার এক ফ্রি মেডিকেল ক্যাম্প ও সায়ন্টেফিক সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহায়তায়, ইনসপ্টোর পৃষ্ঠ পোষকতায় অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন. বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. একে আজাদ খান, অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক ফারুক পাঠান, অধ্যাপক ডা. মীর নজরুল ইসলাম, সহযোগি অধ্যাপক ডা. মেহেরুন্নেসা। বরণ্যে বিশেষজ্ঞ চিকিৎসক গণ পাঁচ শতাধকি রোগীকে চিকিৎসা সেবা প্রদান করনে। কৃষিবিদ বদিউজ্জামান বাদশার নেতৃত্বে প্রতিষ্ঠিত এ প্িরতষ্ঠানটি শুরৃ থেকেই মান সম্মত চিকিৎসা সেবা প্রদানে বিশেষ ভূমিকা রাখছেন। এ প্রতিষ্ঠানকে একটি র্পূণাঙ্গ হাসপাতালে রুপ দেওয়ার মহা পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে বাস্তবায়নে সমিতির র্কায্য নির্বাহী পরিষদ, সাধারণ পরিষদ কাজ করে যাচ্ছেন। ফ্রি মেডিকেল ক্যাম্পকে সফল করতে যারা সহযোগিতা করেছেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, মেয়র আবু বকর সিদ্দিক, ডা অনুপম ভট্টার্চায, সিভিল র্সাজন শেরপুর, ডা. তৌফিক, উপজলো স্বাস্থ্য র্কমর্কতা, নালিতাবাড়ী, ডা. বারেক তোতা, ডা মামুন জোস, নালিতাবাড়ী ডায়বেটিক সমিতির সভাপতি হাকাম হীরা, এম এন কটেজের হাজী নাজমুস ফাত্তাহ সহ অনেকেই।
Related Posts
শেরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শহর স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন
- AJ Desk
- February 19, 2024
শেরপুর প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন নব-গঠিত শেরপুর […]
শেরপুরে তথ্য চাইতে গিয়ে কারাগারে সাংবাদিক
- AJ Desk
- March 10, 2024
শেরপর সংবাদদাতা : শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তথ্য চাইতে যাওয়া এক সাংবাদিককে […]
অটোরিকশা চালকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- AJ Desk
- January 30, 2024
শেরপুর সংবাদদাতা : শেরপুরের শ্রীবরদীতে দুই অটোরিকশা চালকের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন […]