Friday, May 17, 2024
Homeশেরপুরশেরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শেরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শেরপুর সংবাদদাতা : শেরপুরে সাজাপ্রাপ্ত আসামি মো. মিন্টু মিয়াকে (৪২) ৩ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১৪-এর একটি দল। রোববার গভীর রাতে ঢাকার ডেমরা থানাধীন বামৈল বালুরমাঠ এলাকা থেকে মো. মিন্টু মিয়াকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক মেজর মো. আবরার ফয়সাল সাদী অভিমানের নেতৃত্ব দেন। সোমবার সকালে তাকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তাকৃত মিন্টু মিয়া ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা গ্রামের আনিস মিয়ার ছেলে। তিনি ২০১২ সালের ১১ এপ্রিল পার্শ্ববর্তী মালিঝিকান্দা চকপাড়া গ্রামের আতর আলীর কন্যা মোর্শেদাকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই মোর্শেদাকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল। তাদের এ বিবাদ নিয়ে কয়েক দফা পারিবারিক বৈঠকও হয়। তাদের দুটি সন্তান রয়েছে। র‌্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক মেজর মো. আবরার ফয়সাল সাদী বলেন, আমাদের কাছে সাজাপ্রাপ্ত ওই আসামির পালিয়ে থাকার তথ্য ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছি। এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উল্লেখ্য, ২০২১ সালের ১৩ নভেম্বর গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে স্ত্রী মোর্শেদাকে যৌতুকের জন্য নির্যাতন ও শারিরীকভাবে জখম করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক ১২ বছরের জেল দেন। এ ছাড়া তাকে ২০ হাজার টাকা অর্থদ- ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদ-াদেশ দেন। এরপর থেকেই তিনি পালিয়ে ছিলেন।

Most Popular

Recent Comments