নিজস্ব সংবাদদাতা : শেরপুরের নকলা উপজেলার ২নং নকলা ইউনিয়নের দক্ষিণ নকলার শিববাড়ি বাজারস্থ রিকশা চালক ফজলুর রহমানের সন্তান অটো চালক আসাদুজ্জামান আসাদ এর লাশ ১৩ মার্চ বুধবার ভোর সকালে চেপাকুড়ি ব্রীজের পাশে কাঁদা মাটির নিচে চাপা দেওয়া অবস্থায় পাওয়া গেছে। জানা গেছে, আসাদ ১১ মার্চ সোমবার বিকেলে গাড়ী নিয়ে বাড়ী থেকে বের হয়। দুবৃত্তরা গাড়ীর যাত্রী হয়ে রাত পর্যন্ত বিভিন্ন জায়গা ঘুরে বেড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশ পাঁচগাও এলাকা থেকে দুইজন লোক সহ গাড়িটা জব্দ করে। নানা জিজ্ঞাসাবাদের পর ১৩ মার্চ বুধবার খুব সকালে পুলিশ ঘটনাস্থল হতে আসাদের লাশ উদ্ধার করে নকলা থানা পুলিশের হাতে সোপর্দ করে। নকলা থানা পুলিশ আরো দুইজনকে গ্রেফতার করে। তারা হলো দক্ষিণ নকলা এলাকার ছামিদুল ইসলাম (২৪), পূর্ব গজারিয়া এলাকার নুরনবী (২১), ইশিবপুর এলাকার মিলন মিয়া (২৪), ধনাকুশা এলাকার আশরাফ আলীর সন্তান জাহিদুর রহমান জাহিদ (২২)। এলাকাবাসীর মতে উল্লেখিত ব্যাক্তিরা মোবাইল আসক্ত এবং নেশাগ্রস্থ। তারা সারাক্ষণ মোবাইলের উপর ব্যস্ত থাকে। নকলা উপজেলার বিভিন্ন এলাকায় প্রায়ই এরকম ঘটনা ঘটে থাকে। স্থানীয়দের মতে স্কুল পড়–য়া ছাত্র অটো ড্রাইভার নিহত আসাদ সংসারের দারিদ্রতা পূরনে স্কুলের ফাকে ফাকে গাড়ী চালাত এবং সংসারের অভাব পূরনে সহায়তা করত। নিহত আসাদের মা অভাবগ্রস্থ সংসাসের কথা চিন্তা করে ছেলে হারানোর বেদনায় ভেঙ্গে পড়ছে। বাবা ফজলু ছেলের সুবিচার কামনা করছে। এ ব্যাপারে নকলা থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। থানা অীফসাপর ইনচার্জ (অসি) আব্দুল কাদির ঘটনার সত্যতা স্বীকার করেন। এবং আসামীদের শেরপুর কোর্টে প্রেরন করেণ। এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার গনমাধ্যম কর্মীদের নিয়ে একটি সংবাদ সম্মেলন করেন।
Related Posts
শেরপুরে ভার্সেস ওয়ার্ল্ড ট্রাভেলস এ- ট্যুরস এর শেরপুর শাখা উদ্বোধন
- AJ Desk
- September 1, 2024
শেরপুর সংবাদদাতা : শেরপুরে ভার্সেস ওয়ার্ল্ড ট্রাভেলস এ- ট্যুরস (হজ্জ গ্রুপ) এর শেরপুর শাখা উদ্বোধন […]
ঝিনাইগাতীতে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা অর্থদন্ড
- AJ Desk
- March 20, 2024
ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুরের ঝিনাইগাতী সদরে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দুধের গুণগত মান যাচাইকালে পানি […]
ঝিনাইগাতীতে সরকারের দেয়া ঈদের চাল পেলো ১২হাজার ৬শ পরিবার
- AJ Desk
- April 9, 2024
ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল সোমবার উপজেলার ৭টি ইউনিয়নে সরকারের দেয়া ঈদুল […]