এম.এফ.এ মাকাম : জামালপুরের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রিড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় জামালপুর জেলা সদর উপজেলার (অনূর্ধ্ব ১৫ )বালক ও বালিকাদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার দুপুরে শহরের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স পুকুর প্রাঙ্গনে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সীতেশ চন্দ্র সরকার, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স জামালপুরের উপ পরিচালক মোঃ ইকবাল হোসেন,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা ক্রিড়া অফিসার সেতু আক্তার, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের মাধ্যমে বন্যা সহ যেকোন দুর্যোগে নিজেদের আত্মরক্ষার মাধ্যমে, দেহমন গঠন করে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহবান জানান। পরে সাঁতার প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের ৪৬ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।