Thursday, May 2, 2024
Homeজামালপুরজামালপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

জামালপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

স্টাফ রিপোর্টার : প্রন্থাগারে বই পড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। গতকাল সকাল জেলা প্রশাসন ও জেলা সরকারি প্রন্থাগার জামালপুরের আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস জামালপুরের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তার হোসেন। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিকুর রহমান ছানা,সহযোগী অধ্যাপক মোনোয়ার হোসেন মুরাদ,সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস, কবি সাযযাদ আনসারি,জামালপুর টেলিভিশন রিপোর্টারস ইউনিটের সভাপতি ফজলে এলাহী মাকাম, সরকারি লাইব্রেরিয়ান রামেন্দ্র সরকার সুমীত, ভ্রাম্যমান লাইব্রেরির লাইব্রেরিয়ান আব্দুর রহমান সহ আরো অনেকে। এ সময় বক্তারা বই পরবর্তী আগ্রহ বাড়াতে অভিবাবকদের সচেতন করার পাশাপাশি, মোবাইল ফোনের আসক্তি কমিয়ে বই পড়ে জ্ঞান অর্জন করে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Most Popular

Recent Comments