ধনবাড়ী সংবাদদাতা : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের যদুনাথপুর পূর্বপাড়া গ্রামে যাতায়াতের রাস্তাকে কেন্দ্র করে এক অপ্রীতিকর ঘটনা ঘটে। ৩০ থেকে ৩৫ বছরের যাতায়াতের রাস্তাটি পাশেরবাড়ির ১। আলম, পিতা মৃত ওয়াজ আলী, ২। মো. বাবুল মিয়া, পিতা মো. আব্দুল মজিদ গংরা ভুক্তভোগীর চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে অবরোধ করে ফেলে।
এ ঘটনা ভুক্তভোগীরা নিষেধ দিলে পরিস্থিতি প্রতিকুলে যায়। এতোদিন ১৫/২০টি পরিবারের ওই রাস্তাটি যাতায়াতের পথ ছিল। রাস্তা বন্ধ করার কারণে এলাকায় উত্তেজনার সৃষ্ঠি হয়।
ভুক্তভোগীদের নামে প্রতিপক্ষ ধনবাড়ী থানায় উল্টো অভিযোগ দায়ের করেন। পরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিদর্শনকালে বেড়াটি সরিয়ে নিলেও থানা পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার সাথে আবারও তারা বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দেয়।
আরও জানা যায়, কোমলমতি স্কুলে শিক্ষার্থীদের বিকল্প রাস্তায় চলাচল করার সময় গালমন্দ করে। এনিয়ে ভুক্তভোগীরা চরম বিপাকে পড়েছে।
ঘটনা বিষয়ে ধনবাড়ী থানার ওসি তদন্ত মো. ইদ্রিস আলী বলেন, ঘটনা সততা পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।