রৌমারীতে বাঁশের সাকোর উপর সন্তান প্রসব

রৌমারী সংবাদদাতা : রৌমারীতে বাঁশের সাঁকোর উপর সন্তান প্রসব করেছে বিলকিস বেগম (২৬) নামে এক গর্ভবতি মা। ঘটনাটি ঘটেছে রৌমারী উপজেলাধীন মাঝিপাড়া’র পুর্ব পাশ্বে স্লুইজগেট নামক স্থানে। বিলকিছ বেগম সুতিরপার গ্রামের আহাম্মেদের মেয়ে। বিলকিচ বেগম যাদুরচর গ্রামের সাইজু দ্দিনের স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়, বিলকিছ বেগম প্রসব কালীন সুবিধার জন্য সুতির পাড়া গ্রামে পিতার বাড়িতে আসেন। গতকাল ৫ জুলাই শুক্রবার বিকাল থেকে প্রসব করার ব্যাথায় কাঁদছিলো। এমতাবস্থায় এলাকার মানুষের মাধ্যমে প্রসবের জন্য চেষ্ট করে। ব্যর্থ হলে ৬ জুলাই শনিবার সকাল ১১ ঘটিকায় থেকে প্রসব বেদনা বেশী হলে বিলকিচ বেগমকে জরুরী ভিত্তিতে রৌমারী স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তির উদ্দেশ্যে ভ্যানগাড়ি যোগে আনার পথে ভাঙ্গা বাঁশের সাঁেকার ঝাকুনিতে প্রচন্ড প্রসব বেদনা শুরু হয়। এমতাবস্থায় কূলকিনারা না পেয়ে গর্ভবতি মাকে বাঁশের সাঁকোর উপর শুয়ে দিয়ে গ্রামের দায়ীদের মাধ্যমে নরমাল ভাবে মেয়ে সন্তান প্রসব করানো হয়। বর্তমানে মা মেয়ে উভয় ভালো আছে।
এলাকা বাসির অভিযোগ ১৯৮৮ সালে মাঝিপাড়া সুতির পাড় নামক স্থানে স্লুইজ গেটটি বন্যার পানির চাপেভেঙ্গে গেলে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে নওদাপাড়া,চান্দার বামনেরচর,খাটিয়ামারী, সুতিরপাড়সহ প্রায় ১০টি গ্রামের মানুষ চলাচল করে। মাঝে স্লুইজ গেট নির্মান হলেও দির্ঘ প্রায় ১৫ বছর আগে স্লুইজ গেটটি ভেঙ্গে গেলেও টনক নড়েনি জনপ্রতিনিধি ও প্রশাসনের । বছরের পর বছর জন প্রতিনিধি ও প্রশাসন ঘাট ডাক হিসাবে ব্যবহার করে সাঁকোটির টোল আদায়ের উপর চালিয়ে যাচ্ছে।