সরিষাবাড়ী সংবাদদাতা ; সাবেক বিএনপি’র মহাসচীব ও সাবেক এলজিআরডি মন্ত্রী ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদার এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মরহুমের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা ও কবরে পুষ্পস্তক অর্পণ করতে হাজারো মানুষের ঢল নামে। গত ২০ আগষ্ট মঙ্গলবার ছিল মরহুমের ২৫তম মৃত্যু বার্ষিকী। ২৫ তম মৃত্যু বার্ষিকী কেন্দ্র করে সরিষাবাড়ী উপজেলা বিএনপি হাতে নেয় নানা কমসূচী।
সকাল ৭টায় কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন,সকাল ১১টায় শোক মিছিল এবং মিছিল শেষে কবরে পুষ্পস্তক অর্পণ দোয়া ও দিনব্যাপী পবিত্র কোরআন খতমের আয়োজন করা হয়। জেলা বিএনপি’র সভাপতি জননেতা ফরিদুল কবির তালুকদারের নেতৃত্বে উপজেলা বিএনপি’র দলীয় কার্য্যালয় হতে বিশাল একটি শোক মিছিল বের করা হয়। ব্যবসায়ী প্রাণকেন্দ্র আরামনগর বাজার হয়ে পৌরসভা মোড় ঘুরে পোষ্ট অফিস মোড় প্রদক্ষিণ করে দীর্ঘ শোক মিছিলটি মাহমুদা সালাম মহিলা কলেজ মোড় হয়ে মরহুমের কবরের পাশে গিয়ে শোক সভায় মিলিত হয়। দীর্ঘ এক কিলোমিটার জনাকীর্ণ শোক মিছিলে অন্যান্যের মধ্যে সাবেক পৌর মেয়র ও উপজেলা যুবদল আহ্বায়ক ফয়জুল কবির তালুকদার শাহিন, পোগল দিঘা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মামুনূর রশীদ ফকির, আওনা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক সুরুজ্জামান, ডোয়াইল ইউপি বিএনপি নেতা মোর্শেদ, পৌর বিএনপি’র সদস্য সচীব আশরাফুল আলম ফকির উপজেলা যুবদল সদস্য সচীব রবিউল ইসলাম, প্রফেসর শিপন, খায়রুল আলম,ছাত্রদল সভাপতি হাফিজুর রহমান মিলনসহ জামালপুর জেলা বিএনপি নেতা কর্মী ও মহিলা দলের নেত্রীবৃন্দ এবং অসংখ্য নেতাকর্মী সমর্থক সুধিজন শোক মিছিলে যোগ দেন। মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা, মরহুম আব্দুস সালাম তালুকদারের বিদেহী আত্মা ও কোটা সংঙ্কার আন্দোলনে হতাহত সকলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।