দেওয়ানগঞ্জে ওয়ার্ল্ড ভিশন উন্নয়ন সংঘ ও জেসমিন প্রজেক্টের উদ্যোগে সচেতনতামূলক সভা

দেওয়ানগঞ্জ সংবাদদাতা : জামালপুরের দেওয়ানগঞ্জে ওয়ার্ল্ড ভিশন উন্নয়ন সংঘ ও জেসমিন প্রজেক্টের উদ্যোগে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর রোববার সকালে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেম ফর ইমপ্রুভড নিউট্রিশন (জেসমিন) প্রজেক্ট দেওয়ানগঞ্জ কর্তৃক আয়োজিত জেন্ডার বিষয়ে এলাকাবাসীদের সম্পৃক্ত করণ সচেতনতা মূলক সভায় সভাপতিত্ব করেন, চিকাজানী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম। সভায় নারী পুরুষের সমতা সম্পর্ক স্থাপন বিষয়ে সচেতনতা মূলক বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। যেমন: পারিবারিক কাজে পুরুষের অংশ গ্রহণ, সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ, পরিবারের সকলের পুষ্টিকর খাবার নিশ্চিত করা, নারীদের আয় মূলক কর্মকান্ডের সম্পৃক্ত করণ, পারিবারিক নির্যাতন প্রতিরোধ বিষয় সমূহ। সভায় বক্তব্য রাখেন, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্বাছ উদ্দিন, পঃপঃ পরিদর্শক রাসেল মিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের মধ্যে ছামিউল ইসলাম, ইমাম মোঃ আব্দুল খালেক, আঃ গফুর, রেজাউল করিম সহ অন্যান্য। সভায় উপস্থিত ছিলেন, উৎপাদক দলের সদস্য, মেন কেয়ার সদস্য, মেন কেয়ার দম্পতি, ইমাম, শিক্ষক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিষয় ভিত্তিক সারগর্ভ বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ উন্নয়ন সংঘ জেসমিন প্রজেক্ট সাব-ডিস্ট্রিক কো-অডিনের্টর মোঃ শরিফ উদ্দিন ও বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোঃ বাবুল মিয়া। সভায় ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের পরিচিতি এবং জেন্ডার সমতা সম্পর্ক তৈরিতে নারী পুরুষের ভূমিকার বিভিন্ন দিক নিদের্শনামূলক আলোচনা করেন, সাব-ডিস্ট্রিক কো-অডিনের্টর। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন, উন্নয়ন সংঘ জেসমিন প্রজেক্টের জিডিসিসি অফিসার মনোয়ারা পারভীন।