ইসলামপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো শারদীয় দুর্গা উৎসব। কঠোর নজরদারি ও নিরাপত্তায় শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া দুর্গাৎসব। উৎসব মুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। দুর্গাপূজায় মাকে বিদায় জানানোর জন্য ১৩ অক্টোবর সকালে থেকে মন্দিরে মন্দিরে চলে সিঁদুর খেলা। শেষ বেলায় ঢাকের তালে ও বক্সে গান বাজিয়ে বর্ণিল আওয়াজে খুশিতে মেতে ওঠে সকলে। দুপুর থেকে ঢাক-ঢোলের তালে তালে প্রতিমা বিসর্জন দিতে আনন্দ শোভা যাত্রায় হেঁটে হেঁটে, পিকআপ,ভ্যানগাড়ি, ট্রাক্টর, ভটভটি করে ছুটতে থাকে নদ-নদীর তীরে। ধোপ, মোমবাতি আর প্রদীপ বাতি দিয়ে মাকে প্রণামের পাশাপাশি ভক্তরা কামনা করে আগামী এক বছেরর সুখ ও শান্তি। এসময় একে একে পানিতে বিসর্জন দেয়া হয় দেবী দুর্গাসহ সকল প্রতিমাকে।এবার উপজেলায় ১৫টি ও পৌর এলাকা সংলগ্ন হাতিজা গ্রামে ১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ১৩ অক্টোবর সন্ধ্যায় ফকিরপাড়া পাইলিং ঘাট ও পাথরঘাটা প্রতিমাগুলো বিসর্জন করা হয়।বিজয়া দশমী বিসর্জনের অনুষ্ঠান নির্বিঘ্ন করতে এলাকায় মোতায়েন করা হয় সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ফায়ার সার্ভিস সহ উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
Related Posts
মেলান্দহে শালা শালী দুলাভাই আনন্দ মেলার শুভ উদ্বোধন
- AJ Desk
- February 14, 2024
মেলান্দহ সংবাদদাতা : জামালপুরে মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওতাধীন ইউনিয়নের ০৫নং ওয়ার্ড,আদবাড়ীয়া মধ্য পাড়া শালা […]
রক্তের বন্ধন ঝাউগড়া শাখার ইফতার ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
- AJ Desk
- April 5, 2024
নিজস্ব সংবাদদাতা : জামালপুরে রক্তের বন্ধন ঝাউগড়া শাখার ইফতার, দোয়া মাহফিল ও নতুন কার্যনির্বাহী পরিষদের […]
মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
- AJ Desk
- March 12, 2024
নিজস্ব সংবাদদাতা : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর জেলার মেলান্দহে উপজেলা আওয়ামী আয়োজনে […]