সরিষাবাড়ীতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপ্ত

সরিসাবাড়ী সংবাদদাতা ; জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর তত্ত্বাবধানে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পৃষ্পোষকতায়’ জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে সমাপ্ত হয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয় ১৩ জানুয়ারী এবং লোচনা সভা ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয় ১৪ জানুযারী।
উপজেলা মাধ্যমিক একাডেমিক শিক্ষা সুপার ভাইজার রুহুল আমিন বেগের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমারপাল। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনি ও পুরষ্কার বিতরণি অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোজাম্মেল হক, ওসি চাদ মিয়া, উপজেলা আইসিটি কর্মকর্তা এবং সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদ উপস্থিত ছিলেন। উক্ত মেলায় মাহমুদা সালাম মহিলা কলেজ, সরকারী পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ, সরকারী বঙ্গবন্ধু কলেজ জেএফসিএল কলেজ, বাউসি বাঙ্গালী হাই স্কুল এন্ড কলেজ, আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, বয়ড়া ইস্রাইল আহমদ উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানের প্রথমার্ধে আলেচনা সভা ও দ্বিতীয় পর্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।