জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে পিঠা উৎসব

নিজস্ব সংবাদদাতা : জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা মধ্য দিয়ে দিন ব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে সারাদিন ব্যাপী কলেজ কর্তৃক আয়োজিত এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। পিঠা উৎসবের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ। উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক সংসদের সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম ও পিঠা উৎসব কমিটির আহবায়ক বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিলা শিরিন সহ আরো অনেকে। উদ্বোধনের পরে প্রতিটি পিঠা স্টল পরিদর্শন করেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ। পিঠা উৎসব আয়োজক কমিটি জানান, মোট ২০ টি স্টল এবারের পিঠা উৎসব অংশ নিয়েছে। আমরা শীতের শেষের দিকে আয়োজন করেছি তবুও আমরা কলেজ কর্তৃপক্ষ ও কলেজের শিক্ষার্থীদের থেকে অনেক উৎসাহ নিয়ে এই আয়োজন করতে সক্ষম হয়েছি। পরে পিঠা উৎসবের উদ্ধোদন শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ডিপার্টমেন্টের অংশগ্রহণে দেওয়ালিকা উন্মোচনও করা হয়। সারাদিন ব্যাপী এই আয়োজনে কলেজ শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক ও অনেক দর্শনার্থীদের আনাগোনাও দেখা গিয়েছে।