নিজস্ব সংবাদদাতা : নতুন আঙ্গিকে নতুন সাঁজে বিকাশ অনুমোদিত ডিস্ট্রিবিউটর প্রতিভা এন্টারপ্রাইজের জামালপুর শাখার নতুন হাউজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার ১৬ এপ্রিল দুপুরে শহরের তমালতলায় ফিতা ও কেক কাঁটার মধ্য দিয়ে এ নতুন হাউজের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) আলী আহম্মেদ, হেড অব সেল্স মোঃ ইরফানুল হক, ক্লাস্টার হেড মোঃ খালিদ হোসেন, রিজওনাল ম্যানেজার হাসান মাহমুদ, এরিয়া ম্যানেজার বীরেশর চৌধুরী, টেরি টরী ম্যানেজার নোমার আহাম্মেদ প্রিয়াম, বিকাশ ডিস্ট্রিবিউটর প্রতিভা এন্টারপ্রাইজ জামালপুর শাখার পরিচালক মোঃ রকিবুল করিম, ম্যানেজার মোঃ হাফিজুর রহমান, একাউন্স ম্যানেজার মোঃ শফিউদ্দিন সম্রাটসহ বিকাশের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। গ্রাহক পর্যায়ে সেবা দিতে বিকাশ ডিস্ট্রিবিউটর প্রতিভা এন্টারপ্রাইজ জামালপুর শাখার নতুন হাউজের উদ্বোধন করা হয়। জামালপুর জেলায় এক হাজার ৭শত ৫৬টি এজেন্ট রয়েছে বলে জানান বিকাশ কর্তৃপক্ষ।
বিকাশ ডিস্ট্রিবিউটর প্রতিভা এন্টারপ্রাইজের জামালপুরে নতুন হাউজের উদ্বোধন
