জামালপুরে ঘরোয়া পরিবেশে পালিত হলো নববর্ষ

জাহাঈীর আলম : বাংলা নববর্ষের প্রথম দিনে আমি সকলের কল্যাণ ও শান্তি কামনা করছি। বৈশাখের বহ্নিতাপে সমাজ থেকে মুছে যাক অসত্য, অন্যায়, অনাচার ও অশান্তি। চারিদিকে প্রবাহিত হোক শান্তির সুবাতাস, সুশীলা নদী, সমস্ত জগৎ হোক অমৃতময় তারই ধারাবাহিকতায় জামালপুরে পরিবেশকের উদ্যোগে ফার্স্ট কর্পোরেশন লিমিটেড ও আর এফ এল কোম্পানি অফিসার এবং ফিল্ড পর্যায়ের কর্মীদের নিয়ে শুভ নববর্ষ পালন করেছে জামালপুরে পরিবেশক মামুন হার্ডওয়্যার গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার জামালপুর শহরে শফিমিয়ার বাজারে উত্তর পাশে ঈদগাহ মাঠে সংলগ্ন ভাড়া বাসায় নববর্ষ আয়োজন করা আয়োজনে ছিল পাট শাক ইলিশ ভাজা গরু মাংস হাসের মাংস ডাউল ভাত আবহমানকাল ধরে নানা রূপ ও বৈচিত্র নিয়ে জাতির জীবনে বার বার ঘুরে আসে পহেলা বৈশাখ। নববর্ষের উৎসবের সাথে যেন ভরে ওঠা প্রকৃতি ও প্রাণের যোগ আবহমানকাল ধরে বিদ্যমান। আমাদের হৃদয়ে সঞ্চারিত হয় স্বজাতির অতীত গৌরব ও ঐশ্বর্য। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সুদুর অতীতকাল ধরে নির্মিয়মান বিশালত্ব এক শক্ত ভিত্তি লাভ করে। ঐতিহ্য, সংস্কৃতি ও মনুষ্যত্বের বাণী একত্রিত হয়ে গঠন করে এক সুগ্রন্থিত জাতি। জাতির আত্মপরিচয়ে পহেলা বৈশাখ এক উজ্জল উপাদান। প্রতি বছর নববর্ষ পেছনের আলোকের দীপ্তিতে উৎকর্ষতা ও অগ্রগতির পথে সামনের দিকে এগিয়ে যেতে প্রেরণা দেয় ১৪৩২ বাংলা সনের নতুন প্রভাতের প্রথম আলোতে আমি সকল পরিবেশে আবারও নতুন বছরে জানাই।