Friday, May 3, 2024
Homeজামালপুররক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার ইফতার অনুষ্ঠিত

রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার ইফতার অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : জামালপুরে রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সরকারি আশেক মাহমুদ কলেজে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার সহ সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রক্তের বন্ধনের প্রধান উপদেষ্টা, প্রধান পৃষ্ঠপোষক ও সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: হারুন অর রশিদ। এছাড়াও রক্তের বন্ধনের উপদেষ্টা মো: ওয়াহিদুজ্জামান রবিন, আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময়, আশেক মাহমুদ কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের দলনেতা রাকিব আহমেদ সাব্বির, রক্তের বন্ধনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক শাহরিয়া আলম আসাদ, কার্যনির্বাহী সদস্য আসমাউল আসিফ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, রক্তের বন্ধন অসহায় মুমূর্ষু রোগীদের সেবায় স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে থাকে। শুধুমাত্র আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠিত রক্তের বন্ধন কলেজ শাখা মাত্র পাঁচ মাসেই প্রায় তিনশত ব্যাগ রক্তদান করতে সক্ষম হয়েছে। সকলের সহযোগীতা পেলে সংগঠনটি আরও ব্যাপকভাবে সেবা কার্যক্রম পরিচালনা করতে পারবে বলে জানান বক্তারা। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন উপদেষ্টা মো: ওয়াহিদুজ্জামান রবিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন বাপ্পী। ইফতার মাহফিলে রক্তের বন্ধন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, রক্তের বন্ধন ঝাউগড়া শাখা ও রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার নেতৃবৃন্দ ছাড়াও কলেজের এম্বাসেডরগণ উপস্থিত ছিলেন। এরপর এক মুমূর্ষু প্রসূতি রোগীকে রক্তদান করেন রক্তের বন্ধনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন।

Most Popular

Recent Comments