পাঠশালা কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী মোড়ে অবস্থিত পাঠশালা কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় উদ্বোধন করেন সদর থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ এম কামরুল ইসলাম। উপস্থিত ছিলেন ১নং কেন্দুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ হারুন অর-রশিদ, যুগ্ম আহ্বায়ক মোঃ শামছুল হুদা লিটন ফকির, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নুর বখর্ত, বিএনপি নেতা সেলিম, জহুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির একাউন্ট অফিসার মোঃ গোলাম মোস্তফা। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন পাঠশালা কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের পরিচালক মোঃ রুহুল আমিন।