দোয়া মাহফিলে বিএনপিনেতা শামীম আহমেদ আমরা দ্রুত জাতীয় সংসদ নির্বাচন চাই

নিজস্ব প্রতিবেদক : জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার মাধ্যমে দেশের সংস্কারের মধ্যে অনেক প্রস্তাবনা দিয়েছেন। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই। আমরা দ্রুত জাতীয় সংসদ নির্বাচন চাই। কাল বিলম্ব করে ক্ষমতার মসনদে থাকতে চাইলে বাংলাদেশের জনগণ মেনে নিবে না।
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি নেতা শামীম আহমেদ এসব কথা বলেন। ২৫ জুলাই, শুক্রবার জুমার নামাজের পর জামালপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে সকাল বাজারে দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা শামীম আহমেদ আরও বলেন, আজকে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদেরকে ধিক্কার জানাই। আমরা অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন চাই। কারণ ১৭টি বছর স্বৈরাচারী শেখ হাসিনার শাসনের যাঁতাকলে পড়ে অনেক নেতা-কর্মী আহত-নিহত হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা একটি স্বাধীন দেশে পেয়েছি। স্বাধীন স্বার্বভৌমত্ব পেয়েছি। তাই অচিরেই জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। একটি নিরপেক্ষ সরকার গঠনের জন্য নির্বাচনের আগমুহূর্তে যেসব সংস্কার করা অতীব জরুরি, সেগুলোই চিহ্নিত করে সংস্কারের মাধ্যমে অতিদ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি।
সভায় বিএনপি নেতা শামীম আহমেদ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, উনি যেন বাংলাদেশের এই ক্রান্তিলগ্নে সুস্থতা নিয়ে আমাদের মাঝে বেঁচে থাকেন। একই সাথে ঢাকায় বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল ও কলেজে নিহতদের আত্মার মাগরিফরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণ চন্দ্র মন্ডল সাবেক এজিএস বিএনপিনেতা মহব্বত হোসেন, বিএনপিনেতা হাশেম খান, ফিরোজ মিয়া ও আজম খান, জামালপুর জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি নওশাদ হোসেন শাহীন, জামালপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী, জামালপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম লিয়ন, জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, জেলা যুবদলের যুগ্মআহ্বায়ক শফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন সাগর ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রানা ম্যানশন প্রমুখ।
পরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বিএনপি ও অংগ দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।