বকশীগঞ্জে জুলাই আন্দোলনে নিহত শহীদ ফজলুল করিমের পরিবারের খোঁজ নিলেন নবাগত ইউএনও!

জিএম ফাতিউল হাফিজ বাবু : ২৪ এর জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত জামালপুরের বকশীগঞ্জের শহীদ ফজলুল করিমের পরিবারের খোঁজ নিয়েছেন নবাগত ইউএনও শাহ জহুরুল হোসেন।
বুধবার দুপুরে বগারচর ইউনিয়নের টাংগারী পাড়া গ্রামে ফজলুল করিমের গ্রামের বাড়িতে গিয়ে তার স্ত্রী, শিশু সন্তান, মা ও বাবার সঙ্গে সাক্ষাত করেন এবং তাদের খোঁজ খবর নেন ইউএনও শাহ জহুরুল হোসেন। উপজেলা প্রশাসন শহীদ পরিবারের পাশে রয়েছে বলেও জানান নবাগত ইউএনও শাহ জহুরুল হোসেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান সুমন উপস্থিত ছিলেন। উল্লেখ্য , ২০২৪ সালের ৫ আগষ্ট ঢাকার উত্তরায় পুলিশের গুলিতে নিহত হয় বকশীগঞ্জ উপজেলার শাহালম মিয়ার ছেলে ফজলুল করিম।