এম.এ.হাই : ”ঘটনাটি ঘটেছে,মেলান্দহ উপজেলার ০৫ নং নয়ানগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। গত কাল ২ নভেম্বর- শনিবার সকালে জনৈক ইউপি সদস্য দ্বয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়’র অফিস সহকারী শহিদুুল ইসলামের মাধ্যমে সরকারি গুদাম ঘর থেকে ১২ বস্তা ত্রানের খাদ্য সামগ্রী অটো বাইকে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। ‘বিশেষ সুত্রে জানা যায়,গতকালই ত্রানের ৮ ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করে ইউপি সদস্য গণ।”শুধু ইউপি সদস্য আমিন খানের ভাগের ত্রান খাদ্য সামগ্রী বিতরণ এর তথ্য অবগত হয়েছি।
উনি,উনার ভাগেরটা বিতরণ করেছেন,মৌখিকভাবে আমাদের নিজস্ব প্রতিবেদককে জানিয়েছেন। উল্লেখিত ত্রানের খাদ্য সামগ্রী বিতরণ বিষয়ে ইউপি’র দায়িত্ব প্রাপ্ত প্রশাসক উপজেলা মৎস্য অফিসার মোঃ আশিকুর রহমান মহোদয়কে প্রশ্ন করলে,তিনি ত্রাণের খাদ্য সামগ্রী বিতরণ বা গ্রহন সম্পর্কে কিছুই অবহিত নয়,বলে জানান। উক্ত বিষয়টি ইউপি’র সম্মানিত দায়িত্ব প্রাপ্ত প্রশাসকের প্রতি অমর্যাদাকর বলে,’মন্তব্য’ করেছেন-সুধী মহল।
মেলান্দহ উপজেলা ৫নং নয়ানগর ইউপি’র প্রশাসকে না জানিয়ে ইউপি সদস্য ত্রানের খাদ্য সামগ্রী বিতরণ
