Monday, May 6, 2024
Homeজামালপুরদেওয়ানগঞ্জে সামাজিক জবাব দিহিতা বিষয়ক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

দেওয়ানগঞ্জে সামাজিক জবাব দিহিতা বিষয়ক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

দেওয়ানগঞ্জ প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে সামাজিক জবাব দিহিতা বিষয়ক ৩ দিন ব্যাপী এক প্রশিক্ষনের আয়োজন করা হয়। ২৩ এপ্রিল মঙ্গলবার প্রশিক্ষণ শেষ হয়। কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীল ও নারী ক্ষমতায়ন কর্মসূচী (ক্রিয়ার) আয়োজনে, ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)র বাস্তবায়নে, সুইডেন সরকারের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর কারিগরি সহায়তায় ৩ দিন ব্যাপী এ সামাজিক জবাব দিহিতা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। গত ২১ এপ্রিল দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশিক্ষনের উদ্বোধন করেন, দেওয়ানগঞ্জ সরকারি একেএম কলেজের প্রভাষক মোঃ হানিফ উদ্দিন। ৩ দিন ব্যাপী এ সামাজিক জবাব দিহিতা বিষয়ক প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে ছিলেন, (ইএসডিও) প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ আব্দুল বারী সরকার এবং (ইএসডিও) প্রজেক্ট অফিসার শাহানা পারভীন। ১ম দিন রেজিষ্ট্রেশন, পরিচিতি, উদ্বোধন, প্রকল্প ধারনা নিয়ে বক্তব্য, প্রশিক্ষনের উদ্দেশ্য নিয়ে বর্ণনা, জবাবদিহিতা, টুলস্ নিয়ে আলোচনা এবং সেবাদাতা প্রতিষ্ঠান নিয়ে আলোচনা, দিন শেষে সার সংক্ষেপ বর্ণনা, গণশুনানী সহ নানা বিষয়ের উপর ৩ দিন ব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনে লিগাল এইড সদস্য, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশ নেন।

Most Popular

Recent Comments