Wednesday, May 1, 2024
Homeজামালপুরবকশীগঞ্জে শত বছরের সারমারা অষ্টমী মেলায় মানুষের ঢল

বকশীগঞ্জে শত বছরের সারমারা অষ্টমী মেলায় মানুষের ঢল

জিএম ফাতিউল হাফিজ বাবু ; জামালপুরের বকশীগঞ্জে তিহ্যবাহী শত বছরের সারমারা অষ্টমী মেলায় মানুষের ঢল নামে। গতকাল মঙ্গলবার ১৬ এপ্রিল বগারচর ইউনিয়নের সারমারা পাবলিক মাঠে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে দিনব্যাপী মেলাটি হয়েছে। মেলায় বিনোদন কেন্দ্রিক বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। শত শত স্টলে গ্রামীণ নানান ধরণের খাবার বিক্রির জন্য প্রদর্শন করা হয়। মিষ্টি, চিনির তৈরি সাজ, গুড়ের তৈরি উলফা, বিভিন্ন ধরণের শুকনো বিক্রির জন্য দোকান বসানো হয়। খোঁজ নিয়ে জানা গেছে, শত বছর ধরে বকশীগঞ্জ উপজেলার বগারচর সারমারা পাবলিক মাঠে অষ্টমী মেলা হয়ে আসছে। বৈশাখ মাস এলেই এই এলাকায় নতুন নতুন অতিথিদের আগমন ঘটে। মেলাকে ঘিরে লক্ষাধিক মানুষের সমাগম হয় সারমারা অষ্টমী মেলায়। মেলা উপলক্ষে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুম জানান, শতবর্ষী এই মেলায় বিভিন্ন জেলার মানুষ এখানে অংশ গ্রহণ করেন। মেলার ঐহিত্য হিসেবে জামাই,নাতি-নাতনীদের দাওয়াত দেওয়া হয়। বাংলার ঐতিহ্য ধরে রাখতে শত বছর ধরে আয়োজন করা হচ্ছে এই মেলার।

Most Popular

Recent Comments