Wednesday, May 1, 2024
Homeজামালপুরস্মার্ট জামালপুর গড়তে চাই সকলের সহযোগিতা

স্মার্ট জামালপুর গড়তে চাই সকলের সহযোগিতা

এম.এ.রফিক : জামালপুর সদর উপজেলা প্রশাসন কে স্বচ্ছ ও দুর্র্নীতিমুক্ত জনপ্রশাসন হিসাবে গড়ে সরকারের উন্নয়ন কর্মকান্ডকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ। যিনি তার কর্মে বেঁচে থাকতে চান সবার হৃদয়ে। সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামে জন্মগ্রহণ করেন বিজন কুমার চন্দ। তার পিতার নাম বিশে^শ^র চন্দ্র (হারণ চন্দ্র), মাতার নাম আরাধিকা চন্দ্র। ৭ ভাই বোনের মধ্যে বিজন কুমার চন্দ ৬ষ্ঠ সন্তান। ছাত্রজীবন থেকেই তিনি রাজনৈতিক ও জনসেবামূলক কাজ করে আসছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সদরবাসীর সেবার মান বৃদ্ধি করতে চান। তিনি বলেন, আমি সদর উপজেলাবাসীর সেবা করার সুযোগ চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আরো বলেন, সদর উপজেলার সকল যুব সমাজ ও শ্রদ্ধাভাজন মুরুব্বিদের ভালোবাসা নিয়ে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করে ‘আধুনিক স্মার্ট’ সদর উপজেলা গড়তে চাই। তরুণ প্রজন্মের পাশে থেকে আধুনিক ও সমৃদ্ধ সদর উপজেলা গড়ার প্রত্যাশায় সবার সহযোগিতা কামনা করছি। ২০৪১ সালের মধ্যে উন্নত, সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন, তারই আলোকে জামালপুর সদর উপজেলাবাসীর জন্য নিরলস কাজ করে যাচ্ছেন বিজন কুমার চন্দ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দিয়ে আসা বিজন কুমার চন্দ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনগণের সমর্থন প্রত্যাশী হিসাবে ইতিমধ্যেই উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ ও মতবিনিময় করেছেন। তৃণমূলের রাজনীতিতে সক্রিয় আওয়ামী লীগ নেতা বিজন কুমার চন্দ বলেন, ‘পারিবারিকভাবে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন সংগ্রাম ও দেশ গঠনের অনন্য নেতৃত্বকে রাজনৈতিক জীবনের পাথেয় করে আমি রাজনীতি করে আসছি। ‘বঙ্গবন্ধু না হলে যেমন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হতো না, তেমনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা না থাকলে বদলে যাওয়া আজকের বাংলাদেশও আমরা পেতাম না। টানা ১৫ বছর রাষ্ট্র পরিচালনায় পদ্মা সেতু, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মতো বড় বড় প্রকল্প তিনি আমাদের উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষিত মেধাবী নেতৃত্ব প্রয়োজন বলে মনে করেন বিজন কুমার চন্দ। তিনি বলেন, ‘মাথাপিছু আয়, নারীর ক্ষমতায়ন, দারিদ্র নিরসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা সামাজিক নিরাপত্তাসহ অসংখ্য ধারাবাহিক কার্যক্রমে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তব। এখন লক্ষ্য ২০৪১ সালের উন্নত, সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের দিকে। সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিজন কুমার চন্দ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় উন্নয়নকে কাজে লাগিয়ে স্মার্ট সদর উপজেলা গড়তে চাই। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু। সেই ধারাবাহিকতায় সদর উপজেলার প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছেন তিনি। গড়ে তুলেছেন তুলসীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, তুলসীপুর কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এর আগেও তিনি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ ৫ বছর। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে চাই। বাংলাদেশের মানুষের আশা ভরসার শেষ আশ্রয়স্থল শেখ হাসিনা যাতে ভালো ভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে তাই তার একজন প্রতিনিধি হিসেবে তার পাশে থেকে কাজ করতে চাই। পরিশেষে উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের দোয়া ও সহযোগিতা চাই। আগামী ৮ই মে জামালপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে সকলের ভোটের মাধ্যমে সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে আমাকে নির্বাচিত করবেন এটাই কামনা করছি।

Most Popular

Recent Comments