Friday, September 29, 2023
Homeজামালপুরজামালপুর জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা

জামালপুর জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক : অপুষ্টিজনিত মারাত্মক পরিণতির হাত থেকে প্রজন্মকে রক্ষায় পুষ্টি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা উদ্দেশ্যে জেলা পুষ্টি সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।
২৩ মার্চ স্বাস্থ্য বিভাগ ও ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. সৈয়দ আব্দুল্লাহ আবু সাফি, অতিরিক্ত জেলা নির্বাহী হাকিম আরিফুল হক মৃদুল, জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, জেলা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিল, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও বাংলারচিঠি ডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জামালপুর রিপোর্টাস ইউনিটির সভাপতি ফজলে এলাহী মাকাম, ব্র্যাক জেলা সমন্বয়ক মনির হোসেন খান, বিংগস প্রকল্পের পুষ্টি বিশেষজ্ঞ বজলুর রহমান, এনএসভিসি প্রকল্পের পুষ্টি বিশেষজ্ঞ নাহিদা ইসলাম আঁখি প্রমুখ ।
সভায় সরকারি ও বেসরকারি সংস্থার মাধ্যমে চলমান পুষ্টি কার্যক্রম সফল বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ ও কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments