Friday, May 17, 2024
Homeআইটিইনস্টাগ্রামে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে পোস্ট শেয়ার করবেন যেভাবে

ইনস্টাগ্রামে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে পোস্ট শেয়ার করবেন যেভাবে

ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন আরও একটি ফিচার যোগ করেছে ইনস্টাগ্রাম। যে ফিচারটি ব্যবহার করে এখন থেকে যেকোনো পোস্ট বা রিল খুব সীমিত সংখ্যক মানুষের সঙ্গে শেয়ার করা যাবে। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেক সময়েই চাই, নিজেদের কিছু পোস্ট বন্ধু তালিকার সকলে যেন দেখতে না পারে। সেক্ষেত্রে আমরা চাই ঘনিষ্ঠ কিছু মানুষই পোস্টগুলো দেখতে পাক। 

তাদের জন্যই নতুন ফিচারটি নিয়ে এসেছে ইনস্টাগ্রাম। এখন থেকে একজন ব্যবহারকারী আগে থেকেই বাছাই করতে পারবেন, কারা তার পোস্টগুলো দেখতে পারবেন। আর কারা পারবেন না। 

যারা এই নতুন ফিচারটি ব্যবহার করতে চান তাদেরকে আগে নিশ্চিত হতে হবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ফিচারটি রয়েছে কি না। সেজন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

১। ফিচারটি ব্যবহারের জন্য সর্বপ্রথম ব্যবহারকারীদের নিজেদের অ্যাকাউন্টটিকে আপডেট করে নিতে হবে।

২। এরপরে একটি সীমিত সংখ্যার বন্ধু বা পরিচিতদের তালিকা তৈরি করতে হবে। এক্ষেত্রে ইনস্টাগ্রাম লিস্টের সাজেশন ছাড়াও অন্যান্য বন্ধুদেরও এখানে যোগ করা যাবে। 

৩। এবার একটি নতুন রিল বা পোস্ট তৈরি করতে হবে।

৪। ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মধ্যে থেকে অডিয়েন্স নির্বাচন করতে হবে।

৫। এরপর সেই পোস্ট বা রিলটি কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে।

এই কতগুলো ধাপ অনুসরণ করেই খুব সহজেই ইনস্টাগ্রামে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে পোস্ট শেয়ার করা যাবে।

Most Popular

Recent Comments