Wednesday, May 1, 2024
Homeজামালপুরইসলামপুরে উৎকোচ নেওয়া সহকারী প্রিজাইডিং অফিসারের দুই বছরের কারাদন্ড

ইসলামপুরে উৎকোচ নেওয়া সহকারী প্রিজাইডিং অফিসারের দুই বছরের কারাদন্ড

ইসলামপুর সংবাদদাতা : জামালপুর-২ ইসলামপুর আসনে চৌধুরী কুদরতে খোদা ওরফে আইয়ুব আলী নামে এক সহকারী প্রিজাইডিং অফিসারকে দুই বছরের কারাদন্ড প্রদান করেছে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে উৎকোচ গ্রহণ করায় গতকাল রবিবার রাতে সংক্ষিপ্ত বিচারিক আদালতের মাধ্যমে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল্লাহ এই আদেশ দেন।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম। আদেশের সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার কুদরতে খোদা ওরফে আইয়ুব আলী ২৫ হাজার টাকা ঘুষ গ্রহণ করায় তাকে দুই বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদ-ের আদেশ দিয়েছেন সংক্ষিপ্ত বিচারিক আদালতের মাধ্যমে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল্লাহ। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, আজ দন্ডিত ওই সহকারী প্রিজাইডিং অফিসারকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, গতকাল রাতে আমার কার্যালয়ে এক সংক্ষিপ্ত আদালতের মাধ্যমে ওই সহকারী প্রিজাইডিং অফিসারকে দুই বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল্লাহ। উল্লেখ্য, জামালপুর- ২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস. এম. শাহিনুজ্জামান শাহীনের সমর্থক বাবু, লাভলু, বোরহান স্বতন্ত্র প্রার্থীর পক্ষে উপজেলার কুলকান্দি ইউনিয়নের হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার কুদরতে খোদা ওরফে আইয়ুব আলীকে ২৫ হাজার টাকা উৎকোচ প্রদান করে। বিষয়টি টের পেয়ে তাকে হাতে নাতে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে সোপর্দ করে স্থানীয়রা। খবর পেয়ে ওইদিন রাতেই ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানুর রহমান ঘটনাস্থলে গিয়ে সহকারী প্রিজাইডিং অফিসারকে উদ্ধার করে নিয়ে আসেন।

Most Popular

Recent Comments