Wednesday, May 1, 2024
Homeজামালপুরজামালপুরে পরিত্যাক্ত মর্টার সেল, জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব

জামালপুরে পরিত্যাক্ত মর্টার সেল, জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব

আসমাউল আসিফ : জামালপুরে পরিত্যাক্ত অবস্থায় একটি মর্টার সেল পাওয়া গেছে। নিরাপত্তার জন্য জায়গাটি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার কোজগড় এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশের পরিত্যাক্ত একটি জায়গায় ওই মর্টার সেলটি পাওয়া যায়।
সদর উপজেলার কোজগড় এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশের একটি ওয়েল্ডিং দোকানের মিস্ত্রী জাহাঙ্গীর দোকানের পাশের পরিত্যাক্ত জায়গায় প্রথমে মর্টার সেলটি দেখতে পান। পরে তিনি স্থানীয় ইউপি সদস্য কামরুজ্জামান বাবুলকে বিষয়টি অবহিত করেন। ইউপি সদস্য কামরুজ্জামান বাবুল বলেন, তাকে জানানোর পর তিনি মর্টার সেলটি হাতে নিয়ে উল্টেপাল্টে দেখেন। তার কাছে বোমা জাতীয় কিছু একটা হতে পারে এমন সন্দেহ হলে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে প্রথমে পুলিশ ও পরে র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে এসে নিরাপত্তার জন্য পড়ে থাকা মর্টার সেলের জায়গাটিকে ঘিরে রাখে। বিষয়টি জানাজানি হলে এলাকার স্থানীয় মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে অনেক সাধারণ মানুষ ভীড় করে। ঘটনাস্থল পরিদর্শন করে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস জানান, মর্টার সেলটি উদ্ধার ও নিষ্ক্রিয় করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘাটাইল ক্যান্টনমেন্টের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে জানানো হয়েছে। তারা আগামীকাল সকালে এসে মর্টার সেলটি উদ্ধার করবে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments