Thursday, May 2, 2024
Homeজামালপুরজামালপুর সরকারী আশেক মাহমুদ কলেজের শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষক ও অভিভাবকদের নিয়ে...

জামালপুর সরকারী আশেক মাহমুদ কলেজের শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষক ও অভিভাবকদের নিয়ে মত বিনিময় সভা

জুয়েল রানা : চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী শিক্ষার লক্ষে জামালপুর সরকারী আশেক মাহমুদ কলেজের শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষক ও অভিভাবকদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকালে জামালপুর সরকারী আশেক মাহমুদ কলেজ অডিটরিয়ামে একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার উদ্যোগে শিক্ষক অভিভাবকদের নিয়ে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। সরকারী আশেক মাহমুদ কলেজ একাডেমিক মানোন্নয়ন কমিটির আহবায়ক প্রফেসর ড.মুহাম্মদ আজাদ খানের সভাপতিত্বে উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক রৌশন আলম মিঠুর সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: হারুন অর রশিদ, রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মো: গোলাম মোস্তফা, প্রফেসর মো: আব্দুল হাই হাদী, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো: আব্দুল হাকিম, গণিতের সহযোগী অধ্যাপক মো: আব্বাস আলী, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ মনজুরুল হক, উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড.আরিফুর রহমান আকন্দ প্রমুখ। এসময় বক্তারা চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের এক হয়ে কাজ করার আহবান জানান।

Most Popular

Recent Comments