Thursday, May 2, 2024
Homeজামালপুরজামালপুরে প্রস্তাবিত যৌন হয়রানি আইন ২০২২ প্রয়োজনীয়তা শীর্ষক মতবিনিময়

জামালপুরে প্রস্তাবিত যৌন হয়রানি আইন ২০২২ প্রয়োজনীয়তা শীর্ষক মতবিনিময়

তানভীর আহমেদ হীরা : জামালপুরে প্রস্তাবিত “যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২২” প্রয়োজনীয়তা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ২ডিসেম্বর দুপুরে জামালপুর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের মিলনায়তন কক্ষে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে ও এডুকো বাংলাদেশের সহযোগিতায় সুধীজনদের নিয়ে দিনব্যাপী যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২২”প্রয়োজনীয়তা শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় দি হাঙ্গার প্রজেক্টের স্বেচ্ছাসেবী প্রশিক্ষক আতিকুর সুমনের সঞ্চালনায় জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসী ফোরামের কেন্দ্রীয় কমিটি সদস্য শামীমা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমে এন্ড অপস) সোহেল মাহমুদ, অতিথি, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন্নাহার, পৌর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া, জুনিয়র কনসালটেন্ট সার্জারি ডাক্তার শামসুর রহমান, জামালপুর জজ কোর্টের অতিরিক্ত পিপি, এডভোকেট আনোয়ার হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম.এ জলিল, অ্যাডভোকেট ইউসুফ আলী, মানবাধিকার কর্মী ও এনজিও প্রতিনিধি জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক তানভীর আহমেদ হীরা, খন্দকার রাজু আহমেদ ফুয়াদসহ আরো অনেকে। উপস্থিত বক্তারা বলেন, দেশে প্রচলিত আইনের ধারা থাকলেও প্রকৃত অর্থে সর্বক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব হচ্ছে না। এছাড়াও আইন সম্পর্কে মানুষের সম্মুখ ধারণা না থাকার কারণে অপরাধ সংগঠিত হচ্ছে। তাই নতুন করে আইন না করে নারী ও শিশু যৌন হারানির প্রচলিত আইনে আরো কিছু সংযোজন প্রয়োজন। এছাড়াও যৌন হয়রানি প্রতিরোধে ব্যাপক ভিত্তিতে গণসচেতনতা বৃদ্ধি করা দরকার। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শক্তিশালী কমিটি করা আবশ্যক বলে মত দিয়েছেন বক্তারা।

Most Popular

Recent Comments