দেওয়ানগঞ্জ সংবাদদাতা : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আসন্ন বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছামিউল আলম ছামু গত শনিবার সকাল-দুপুর পর্যন্ত ‘ছবেদা চাঁন উচ্চ বিদ্যালয়ের’ শিক্ষক-শিক্ষার্থী দিয়ে নির্বাচনী প্রচারণা করিয়েছে। নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে এলাকাবাসী নিন্দা প্রকাশ করে।
আগামী ৯ মার্চ বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন। উপজেলা নির্বাচন কমিশন গত ২৩ ফেব্রয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছে। চেয়ারম্যান প্রার্থী ছামিউল আলম ছামু চশমা প্রতীক পায়। পরদিন শনিবার সকালে ২৪ ফেব্রুয়ারি সরকারি নিয়ম ভঙ্গ করে ছবেদা চাঁন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকা লাভলী আক্তার বিদ্যালয় খোলা রাখেন। এবং ছাত্রীরা বিদ্যালয়ে উপস্থিত হলে প্রধান শিক্ষিকা লাভলী আক্তার স্কুলের সকল শিক্ষক-শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়ের মাঠ থেকে চেয়ারম্যান প্রার্থী ছামুর পক্ষে স্লোগান মুখরিত এক মিছিল বেড় করে ইউনিয়নের কলাকান্দা গ্রাম থেকে বাছেদপুর গ্রাম পর্যন্ত যায়। এসময় শিক্ষার্থীদের ইউনিফর্ম পড়িয়ে মিছিল করানোর বিষয়টি এলাকাবসীর কাছে দৃষ্টিগোচর হয়। তারা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে নিন্দা প্রকাশ করে ও নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মুক্তার হোসেন বলেন, আচরণ বিধি লঙ্ঘনের বিষয়টি আমরা জেনেছি। একটু বিলম্ব হয়েছে কিন্তু খুব দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করবো।