Thursday, May 9, 2024
Homeজাতীয়জাতীয় প্রেসক্লাবের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন, নিরাপত্তা জোরদার

জাতীয় প্রেসক্লাবের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন, নিরাপত্তা জোরদার

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়ন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। কোনো ধরনের সভা সমাবেশের জন্য দাঁড়াতে দেওয়া হচ্ছে না কাউকেই।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল থেকেই এমন কড়াকড়ি আরোপ করা হয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রেস ক্লাবের সামনেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন পুলিশ সদস্যরা। পাশেই রাখা আছে প্রিজনভ্যান ও পুলিশভ্যান। অপর পাশের সড়কে রাখা আছে জলকামান এবং এপিসি (রায়টকার)। অপরদিকে কদম ফোয়ারার সামনে এবং প্রেস ক্লাবের শেষ প্রান্তেও মোতায়েন করা আছে অতিরিক্ত পুলিশ।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সভা-সমাবেশের জন্য আসা কাউকে বাধা দেওয়া হচ্ছে না। বরং নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এটি একেবারেই স্বাভাবিক।

প্রেস ক্লাবের সামনে দায়িত্ব পালন করা শাহবাগ থানার পেট্রোল পরিদর্শক সরদার বুলবুল আহমেদ বলেন, স্বাভাবিকভাবেই আমরা এখানে দায়িত্ব পালন করছি। তবে আগের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কাউকেই বাধা দেওয়া হচ্ছে না। বরং নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরএইচটি/এসএম

Most Popular

Recent Comments