Monday, May 6, 2024
Homeজামালপুরজামালপুরে সেবা প্রদানকারীদের সাথে যোগাযোগ বিষয়ক আলোচনা সভা

জামালপুরে সেবা প্রদানকারীদের সাথে যোগাযোগ বিষয়ক আলোচনা সভা

নিজস্ব সংবাদদাত : সরকারি বিভিন্ন সুযোগ, সুবিধা এবং অধিকার প্রাপ্তিতে নাগরিকদের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার লক্ষে জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপির) এর উদ্যোগে মঙ্গলবার জামালপুরে অনুষ্ঠিত হয় সেবা প্রদানকারীদের সাথে সেবা গ্রহীতাদের যোগাযোগ স্থাপন বিষয়ক আলেচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র মো. ছানোয়ার হোসেন। উন্নয়ন সংঘের৷ মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী মাজেদুর রহমান, প্যানেল মেয়র ফজলুল হক, কাউন্সিলর শাহিনুর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর সাইদা আক্তার, জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন, সিডিও সাব্বির হোসেন প্রমুখ। সভায় অর্ধশতাধীক বিভিন্ন শ্রেণি, পেশা এবং নগর উন্নয়ন কমিটির সদস্যরা অংশ নেন। সভায় সেবা গ্রহীতারা তাদের এলাকায় বিশুদ্ধ পানির সংকট, কাচা লেট্রিন ব্যবহার, মানসম্মত শিক্ষা ও ঝরে পড়ার ঝুঁকি, হাসপাতালে চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে হয়রানী, এলাকায় শিশুদের টিকা দিতে টাকা দেয়ার অভিযোগসহ বিদ্যমান নানা সমস্যা তুলে ধরেন। মেয়র, কাউন্সিলরসহ উপস্থিত সরকারি কর্র্কতারা প্রতিটি সমস্যা নিরসনে সবধরণের ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন বলেন পৌরবাসী সুখ, দুঃখ দেখা এবং প্রতিটি সমস্যা সমাধানে পৌর পরিষদ সবসময় আন্তরিকতার সাথে কাজ করছে। সীমাবদ্ধতার কারণে অনেক কিছু করা সম্ভব হয় না। তিনি যে কোন মূল্যে নাগরিকদের স্বাভাবিক ও শান্তিপূর্ণ বসাবাসে সবধরণে পদক্ষেপ নিতে অঙ্গীকার ব্যক্ত করেন।
ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে একই দিনে জামালপুর পৌরসভা এবং সদর উপজেলার শরিফপুর ও লক্ষিরচরে এ ধরণের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Most Popular

Recent Comments